শিরোনাম প্রতিদিন ডেস্ক
বগুড়ার শেরপুরের ছোনকার রাইস ব্র্যান তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক প্রাণহানীর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের রাইস ব্র্যান তেল উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ইমরান হোসেন (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার কলোনির আব্দুর খালেকের ছেলে। বাকীদের পরিচয় জানার চেষ্টা চলছে।
শেরপুর থানার ওসি রেজাউল করিম জানান, মজুদদার প্রোডাক্টস লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষণ করা ছিল। চারজন শ্রমিক ট্যাংকের চূড়ায় বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে মেরামতের কাজ করছিলেন। এমন সময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরণ ঘটলে ওই চারজন শ্রমিকের দেহ ঝলসে যায় এবং তারা নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করে।
ওসি আরও বলেন, নিহতদের নাম পরিচয় সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিপ্র/শাহোরা/