কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসামে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে জাকের পার্টিসহ বিভিন্ন সংগঠন। শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার লাকসাম পৌর এলাকার ও নাঙ্গলকোটের বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্র গুলোর বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার।
তিনি কুমিল্লার লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্ডামারা, ৯ নম্বর ওয়ার্ডের গুুন্তি, কাদ্রা এবং নাঙ্গলকোটের ভাঙ্গড্ডা এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জাকের পার্টি।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি এডভোকেট অবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, লাকসাম উপজেলা সভাপতি মো. নুরে আলম মানিক উপস্থিত ছিলেন।
এছাড়াও লাকসামের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুরক্ষা সিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শিপ্র/শাহোরা/আরস্ব/