নরসিংদী প্রতিনিধি
গোষ্ঠীগত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে ২ ইউপি সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের সামসু মিয়ার ছেলে ও চাঁন্দেরকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও একই এলাকার আবু খালেক মিয়ার স্ত্রী ও চাঁন্দের কান্দি ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তারা স্থানীয় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সমর্থক। অপরদিকে আহতরা হলো- জুয়েল (৩০), রাব্বি (২২), সাব্বির (৩৮), আমির হোসেন (২১), টুটুল (৩৫), বাদল ভেন্ডার(৫৫),মারুফ মিয়া (১৫),সুফিয়া বেগম (৩৮)।
রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের আব্দুল বাসেত মেম্বার সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও স্থা্নীয় এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুর সমর্থক। অপরদিকে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলও রায়পুরা আসনের এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুর সমর্থক ছিল। তবে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে এমপি রাজুর সমর্থন না পাওয়ায় তার সাথে দুরত্বের সৃষ্টি হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সাথে বাসেত মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। বিগত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরো তীব্র আকার ধারণ করে। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলিবিনিময়সহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেসব সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহতের ঘটনাসহ পাল্টাপাল্টি মামলা হয়। সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রচারনা চালানোর সময় ভাইস চেয়ারম্যান পদে রুবেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ রুবেল ও তার সমর্থক বিরুদ্ধে উঠে। ফলে ঘটনার পরপর রুবেল গাঁ ঢাকা দেয়।
এদিকে রুবেল গাঁ ঢাকা দিলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে হত্যার অভিযোগে বাছেদ মেম্বর ও তার সম্রর্থকরা তার বাড়ীতে হামলা চালায়। সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এতে প্রতিপক্ষ বাসেত মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপল্টির হামলার ঘটনা ঘটে। এর নিয়েই উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সর্বশেষ শনিবার (আজ শেষ রাতে) সাড়ে ৩টার দিকে বাছেত মেম্বার ও তার সমর্থকরা গোলাবারুদসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে রুবেলের বাড়ীঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক মেম্বারকে মাটিতে ফেলে তার পা কেটে ফেলে। পরে সেই কাটা পা নিয়ে প্রতিপক্ষরা উল্লাস করতে থাকে। হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চাঁন্দেরকান্দি ইউপির সাবেক মহিলা সদস্য কল্পনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও রুবেল ও তার বড় টুটুলসহ অন্তত ১০ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। iহামলাকারীরা রুবেলের বাড়ীঘর ভাঙ্চুরসহ লুটপাটের ঘটনা ঘটায় বলেন এলাকাবাসী জানায়।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে জোড়া হত্যাকান্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গুলিবিদ্ধ হয়ে দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এবং আহতবস্থায় ৬জন চিকিৎসা নিয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মোহাম্মদ মাহমুদুল কবীর বাসার জানান, নরসিংদীর রায়পুরায় সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হলে তাদের শারীরিক অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও আধিপত্ব বিস্তারকে কেন্দ্র্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে জেনেছি। এই মুহুর্ত্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
শিপ্র/শাহোরা/