রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালা সড়কের বেতছড়ি নদীর উপর নির্মিত বেইলী ব্রীজের পাটাতন ভেঙে কাভারভ্যান আটকে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে য়ায়। ফলে জনদূর্ভোগে পড়ে এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণকে।
এতে করে দীঘিনালা ও লংগদু সড়কের দু’পাশের দূরপাল্লার ও স্থানীয় যানবাহন, যাত্রবাহী গাড়ি ও পণ্যবাহী সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে একটি কাভার ভ্যান সেতুর উপর উঠলে সেতুর পাটাতন ভেঙে গেলে গাড়িটি আটকে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইনামুল হাসান জানান, সকালে সেতু ডেবে যাওয়ায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা ইতোমধ্যে জনদূর্ভোগ কমাতে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।
শিপ্র/শাহোরা/সাআমা/