শিরোনাম :
বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা প্রাথমিকের শিক্ষকদের টানা কর্মবিরতি; বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা দুর্নীতির অভিযোগে দৌলতপুর কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার নির্দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ৬ শতাধিক শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের টানা দ্বিতীয় দিনে অবস্থান; টিকাদান কার্যক্রম বন্ধ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো টাইগাররা ধর্মপাশায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ; থানায় মামলা ৬ দফা দাবি নিয়ে শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফায় দফায় সংবাদ প্রকাশের পরও থমকে আছে রায়পুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

সাংবাদিক শফিকুলকে ফ্রান্সের ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ এর পক্ষ অনুদান প্রদান

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নরসিংদী  প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর সাংবাদিক শফিকুল ইসলাম নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় বালু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জেরে তাকে প্রাণনাশের এ  হুমকি দেওয়া হচ্ছে  বলে জানা যায়।

সাংবাদিক শফিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্স এর নরসিংদীর রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন পাশাপাশি তিনি রাযপুরা প্রেস ক্লাবে ক্রিড়্ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

গত ২০ জুলাই অনলাইন সংবাদমাধ্যম বাংলা অ্যাফেয়ার্স–এ “রায়পুরায় নদীতে অস্ত্রবাজি, বালু দস্যুদের তাণ্ডব” শিরোনামে ও গত ২৫ জুলাই জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদ” এ “মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন,আতঙ্কে এলাকাবাসী” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এরপর থেকেই বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী সাংবাদিক শফিকুল ইসলামকে হুমকি দিতে থাকে। এ ঘটনায় তিনি রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশের পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচনায় আসে।

ঘটনার পর ফ্রান্সভিত্তিক সাংবাদিক অধিকার সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (RSF) এ বিষয়ে অবহিত করা হয়। পরে সংস্থাটি শফিকুল ইসলামকে সহায়তা হিসেবে ৭০০ ইউরো (প্রায় এক লাখ টাকা) প্রদান করেছে।

রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “মেঘনা নদীতে অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে বালুখেকোরা অবৈধভাবে বালু তুলছে। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সাহসিকতার সঙ্গে এই অনিয়ম তুলে ধরেছেন। তাঁর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, তবে আরএসএফের আর্থিক সহায়তা তাঁর জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রেরণা হিসেবে কাজ করবে।”

প্রেসক্লাবের পক্ষ থেকেও শফিকুল ইসলামের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!