গাজীপুর প্রতিনিধি
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুরের শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
নির্বাচনের ফলাফলে ছাতা প্রতীকে ১৪৮ ভোট পেয়ে এম এম ফারুক সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশারফ হোসেন মোল্লা (চেয়ার প্রতীক) ১৩৬ ভোট। সহ-সভাপতি পদে মো. শাহিন প্রধান (হাতি প্রতীক ) নিয়ে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বজলুল হক (বাইসাইকেল প্রতীক ) ১০১ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মো. ফজলুল হক (মোরগ প্রতীক ) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম উদ্দিন উজ্জ্বল (দেয়াল ঘড়ি প্রতীক) ১২০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, যুগ্ন-সম্পাদক পদে মাে: আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আমিনুল হসলাম ও সম্মানিত সদস্য পদে হযরত আলী এই তিনটি পদে এই তিনজন একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার ফলে ওই তিনটি নিবাচন অনুষ্ঠিত হয়নি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেছেন নাসির উদ্দিন মৃধা,সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মস্তান মিয়া ও মোতাহার কাজী। তাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসারগন।
শিপ্র/শাহোরা/আসা/