গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস লিমিটেডের তৈরী পোশাক কারখানার ঝুট গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
রাতুল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপক মো. খালিদ হোসেন জানান, রাত সাড়ে ৩ টার দিকে ঝুট গুদামে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায় এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঝুট গুদামটি মোটামুটি বড় এবং সেখানে অনেক ঝুট কাপড় মজুত রাখা ছিল। রাত ৪ টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে গুদামের অধিকাংশ ঝুট কাপড় পুড়ে ছাই।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হাসান জানান, দুটি ইউনিটের সদস্যরা সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুদামে বিপুল পরিমাণ ঝুট কাপড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় এতে সময় লেগে যায়। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
শিপ্র/শাহোরা/