শিরোনাম :
নরসিংদী সদরে ইব্রাহিম ভূঁইয়ার দাঁড়িপাল্লার গণমিছিল ও উঠান বৈঠক যৌতুকের ২০ লাখ না পেয়ে গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে জখম; থানায় মামলা রাঙ্গামাটিতে পার্বত্য সচিবের বিদ্যালয়সহ উন্নয়ন কাজ পরিদর্শন দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা দাদীর সাথে খেলতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাই শিশুর এদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই; উপদেষ্টা ফাওজুল কবির খান আসন ভাগাভাগি নিয়ে মিত্ররা ক্ষুব্ধ; কাকে কোনটি ছাড়ছে বিএনপি বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল  ৩ বন্ধুর নরসিংদী শহর যুবদলের আহবায়ক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার বারবার একই স্থানে ভূমিকম্প: একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

শ্বাসকষ্টে একে একে স্কুলের ১১ ছাত্রী অসুস্থ

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে একই সময়ে ১১ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ভুল্লী কুমারপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রাত্যহিক অ্যাসেম্বলি শেষ করে ছাত্রীরা ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর একজন শ্বাস নিতে কষ্ট অনুভব করে। তারপর একই শ্রেণির আরও চারজন একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরা চিৎকার দিলে শিক্ষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়নের বড় বালিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে মিম (১১), আনোয়ার হোসেনের মেয়ে লামিয়া (১২), সুমন ইসলামের মেয়ে মুসকান (১২), কুমারপুর গ্রামের সূর্য চন্দ্র বর্মণের মেয়ে দৃষ্টি (১১), শরিফুল ইসলামের মেয়ে সুমাইয়া (১৩) ও যতিশ চন্দ্রের মেয়ে পূজা রাণী। তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

কুমারপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, প্রথমে একজন অসুস্থ হওয়ায় আমরা ভেবেছিলাম অ্যালার্জির সমস্যা। কিন্তু পরপর ১১ জনের একই উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। পরে সবাইকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে মুখে যে কোনো খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে কুমারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ঘটনাটা একেবারে অপ্রত্যাশিত। সকাল পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কয়েকজন ছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠাই।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে আমরা স্কুলে যাই। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা কী খেয়ে অসুস্থ হয়েছে তা তদন্ত চলছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!