শিরোনাম :
খুলনায় জোড়া খুনের মামলায: ৭ জনের মৃত্যুদণ্ড শ্রীপুরে গভীর রাতে ঝুট গুদামে আগুন; ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে মনোহরদীবাসী জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়াছে আওয়ামী দালাল ভূঁইফোড় সাংবাদিক শাকিল’ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে জুলাই সনদ নিয়ে সালমান শাহ হত্যা মামলা- আত্মসমর্পণ করব; ডন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে: ড. আব্দুল মঈন খান নাম পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে সাজা থেকে বাঁচতে পারল না “নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি নরসিংদীর ঐতিহ্য, তারুণ্যের প্রতীক।” সেতু ভেঙে লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ; জনদূভোর্গ পাচারের অপেক্ষায় গহীন পাহাড় থেকে নারীশিশুসহ ৪৪ জনকে উদ্ধার
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ড; গোডাউনসহ দোকান পুড়ে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

কুমিল্লা প্রতিনিধি

লাকসাম পৌরশহরের প্রাণকেন্দ্র চৌদ্দগ্রাম রোডের হাইস্কুল মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গোডাউন পুড়ে গেছে। এর সঙ্গে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

শুক্রবার(২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সালেহা ট্রেডার্সের পিছনে তাদের মালামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত‍্যক্ষদর্শীরা। ওই গোডাউন থেকে মুহূর্তের মধ‍্যে পাশ্ববর্তী দোকান ও গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় বসবাসকারীদের মধ‍্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কুমিল্লা, চৌদ্দগ্রাম ও ইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি।

ব‍্যবসায়ীদের দাবী অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে দশ কোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন লাকসাম পৌর মেয়র অধ‍্যাপক মো. আবুল খায়ের, ইউএনও মাহফুজা মতিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমসহ পৌরসভার সকল কাউন্সিলর। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করেন।

এদিকে সন্ধ‍্যার পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ব‍্যবসায়ীদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, অগ্নিকাণ্ডে ১৫ টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ টি গোডাউন পুড়ে গেছে।
উল্লেখ‍্য, এর আগেও লাকসামে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লাকসামে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে ব‍্যবসায়ীরা।

শিপ্র/শাহোরা/আরস্ব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!