শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলা- আত্মসমর্পণ করব; ডন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে: ড. আব্দুল মঈন খান নাম পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে সাজা থেকে বাঁচতে পারল না “নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি নরসিংদীর ঐতিহ্য, তারুণ্যের প্রতীক।” সেতু ভেঙে লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ; জনদূভোর্গ পাচারের অপেক্ষায় গহীন পাহাড় থেকে নারীশিশুসহ ৪৪ জনকে উদ্ধার রাশিয়ায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ১০ জনের প্রাণহানী চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা; অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ইভিএম পদ্ধতি বাতিল, ফিরছে ‘না ভোট’
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

রাশিয়ায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ১০ জনের প্রাণহানী

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

শিরোনাম প্রতিদিন  ডেস্ক

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরের এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবার) গভীর রাতের এই বিস্ফোরণে আরও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় চেলিয়াবিনস্কের গভর্নর আলেক্সেই টেক্সলার বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, কোপেইস্কের ওই কারখানায় বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া কারখানার আরও ১২ কর্মী নিখোঁজ রয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

তিনি বলেন, দশজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণস্থলে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

গভর্নর আলেক্সেই টেক্সলার বলেন, আহতদের মধ্যে দুইজনকে বার্ন সেন্টারে এবং আরও দুইজনকে আঞ্চলিক ক্লিনিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অপর একজন কোপেইস্ক সিটি হাসপাতালে অর্তি আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকেও অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করছে।

চেলিয়াবিনস্কের এই গভর্নর বলেন, কোপেইস্ক জেলার পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এটি কোনও মনুষ্যবিহীন ড্রোন হামলার ঘটনা নয় বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোপেইস্কের ওই কারখানায় একাধিক বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে বলা হয়েছিল, কারখানায় বিস্ফোরণে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, কারখানাটিতে প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করা হতো।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!