খেলাধূলা ডেস্ক
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগমুহূর্তে বাংলাদেশ ফুটবল দলের জন্য এলো এক সুখবর খবর। ফিফার সদ্য প্রকাশিত অক্টোবর মাসের বিশ্ব র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮৪তম স্থান থেকে উঠে এখন তারা ১৮৩তম স্থানে।
এই সামান্য উন্নতিই এখন আশার আলো হয়ে জ্বলছে হামজা-জামালদের শিবিরে। কারণ এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে মাঠে বাংলাদেশের লড়াকু মনোভাব। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩-৪ গোলে হারের পরও প্রতিপক্ষের মাঠে ১-১ গোলের ড্র এনে দিয়েছে মূল্যবান রেটিং পয়েন্ট। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে সেই ড্র যেন আত্মবিশ্বাসের নতুন বার্তা দিয়েছে জাভিয়ের কাবরেরার দলকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন পূর্ণ মনোযোগ দিচ্ছে ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে। তার আগে জাতীয় দলকে আরও প্রস্তুত করতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে। কোচ কাবরেরা চান, সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে দল যেন ভারতের বিপক্ষেও প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে পারে।
ফিফার নতুন র্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে। আর ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও পিছিয়েছে, তারা এখন সপ্তম অবস্থানে।
এশিয়ায় যথারীতি সেরা জাপান, তাদের অবস্থান ১৯তম। অন্যদিকে প্রতিবেশী ভারত দুই ধাপ নেমে এখন ১৩৬তম। যা বাংলাদেশের জন্য কিছুটা অনুপ্রেরণারও। বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী সিঙ্গাপুর তিন ধাপ এগিয়ে ১৫৫তম স্থানে। আর হংকং দুই ধাপ পিছিয়ে ১৪৬তম অবস্থানে নেমেছে।
সব মিলিয়ে, ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে এই র্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের জন্য শুধু সংখ্যার বিষয় নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক। হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের ধারাবাহিকতা যদি ঢাকায়ও বজায় রাখতে পারে লাল-সবুজের দল, তবে ফুটবলপ্রেমীদের জন্য নভেম্বরের রাতগুলো হতে পারে নতুন আশার গল্পে ভরা।
শিপ্র/শাহোরা/