শিরোনাম :
শ্রীপুরে গভীর রাতে ঝুট গুদামে আগুন; ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে মনোহরদীবাসী জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়াছে আওয়ামী দালাল ভূঁইফোড় সাংবাদিক শাকিল’ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে জুলাই সনদ নিয়ে সালমান শাহ হত্যা মামলা- আত্মসমর্পণ করব; ডন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে: ড. আব্দুল মঈন খান নাম পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে সাজা থেকে বাঁচতে পারল না “নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি নরসিংদীর ঐতিহ্য, তারুণ্যের প্রতীক।” সেতু ভেঙে লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ; জনদূভোর্গ পাচারের অপেক্ষায় গহীন পাহাড় থেকে নারীশিশুসহ ৪৪ জনকে উদ্ধার রাশিয়ায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ১০ জনের প্রাণহানী
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

পরিচালকের বান্ধবী বা স্ত্রী হওয়া আমার পক্ষে সম্ভব নয়; জয়া

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বাংলাদেশ ও ভারত দুই বাংলায় সমানভাবে আলোচিত নাম। ঢাকার মেয়ে হয়েও টানা এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় দাপটের সাথে অভিনয় করছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

কেন ঢালিউডে তাকে তুলনামূলক কম দেখা যায়—এই প্রশ্নের জবাবে জয়া বলেন, “তখন বাংলাদেশে আমি মনভরা কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে, আর শিল্পের প্রতি আমার টান থেকেই কলকাতায় গিয়েছি। অভিনয় ছাড়া তো আমি কিছুই করিনি বা পারি না—অভিনয় করতেই হতো আমাকে।”

 

তবে দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকা যে সহজ নয়, সেটাও অকপটে স্বীকার করেছেন তিনি। জয়ার ভাষায়, “যে পরিচালকদের জন্য আমি সবসময় হাজির থেকেছি, তারা আমাকে প্রপারলি ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা আছে—পরিচালকের হয় বান্ধবী থাকে, না হয় স্ত্রী। এটা আমার পক্ষে সম্ভব না। এসবে আমি যাইনি, যাবও না। তাই হয়তো আমাকে কর্নারড হতে হয়েছে। কিন্তু কলকাতায় তেমন হয়নি। সেখানে আউট সাইডার হয়েও তারা আমাকে গুরুত্ব দিয়েছে, আমার জন্য গল্প লিখেছে, চরিত্র তৈরি করেছে।”

নারীকে কেন্দ্র করে সিনেমা নির্মাণে অনীহার কথাও বলেন জয়া। “এখনও বাংলাদেশে অনেক পরিচালক নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান। করলেও হয় তার বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে। অথবা কোনো মেগাস্টারকে নেবেন। একজন পিওর আর্টিস্টকে নিয়ে বাজি ধরতে চান না তারা। অথচ আমাদের এখানে অনেক প্রতিভাবান নির্মাতা আছেন, যারা চাইলে আমার কাছ থেকে কিংবা অন্য গুণী শিল্পীদের কাছ থেকে দুর্দান্ত কাজ বের করতে পারতেন।”

সাম্প্রতিক সময়ে জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’-তে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!