
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পুলিশের পরোক্ষ মদদে ও উপস্থিতিতে শহরের প্রধান সড়ক অবরুদ্ধ করে ভাংচুরসহ আইনজীবীদের পিটিয়ে আহত করেছে পদবঞ্চিত ও বহিস্কৃত ছাত্রদল নেতাকর্মীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দূরে নিরব দর্শক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। আইনজীবীদের বহনকারী ভাংচুরসহ মারধোরের ঘটনায় ছাত্রদল নেতাদের কোন বাধা দেয়নি পুলিশ এমনটাই অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। বৃহস্পতিবার খায়রুল কবির খোকন আদালতে হাজির আত্মসমর্পণ করবেন এমন সংবাদে সকাল ৯টা থেকে নরসিংদী জেলা শহরের প্রধান সড়ক ডিসি রোডে বেলা ১টা পর্যন্ত ভাঙচুর, আইনজীবীদের মারধোর করে তান্ডব চালিয়েছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা।
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের আদালতে আত্মসমর্পণন করবেন তাই কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যে নরসিংদীর আদালত পাড়াসহ উপজেলা মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত সকাল ৬টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও তাদেরকে নিরব দর্শকের মত ঠায় দাঁড়িয়ে থাকতে দেখেছে নরসিংদীবাসী বলে অভিযোগ বিএনপি নেতা খায়রুল কবির খোকনের।
তিনি অভিযোগ করে বলেন, ‘সকালে আদালতে আমার জামিন বিষয়ে ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের ৩৫ জন আইনজীবী নরসিংদীতে আসে। ওই আইনজীবীদের বহনকারী দুটি মাইক্রোবাস পুলিশের উপস্থিতিতে ভাঙচুরসহ আইজীবীদের পিটিয়ে আহত করেন। যা বাংলাদেশে এক বিরল ঘটনা। তাদের মারপিটের ফলে ঢাকার সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী হাসপাতালে ভর্তি হয়েছেন।’
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে পদ বঞ্চিত ছাত্রদল নেতারা রান্তায় অবস্থান অবরোধসহ গাড়ি ভাঙচুর চালায়। এসময় জেলা ছাত্রদলের বহিস্কৃত নেতারা আইনজীবীদের বহনকারী দুটি গাড়িসহ মোট তিনটি গাড়ী ভাংচুর করে।

নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্বে গত ২৫ মে পদ বঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি বর্ষণে দুই ছাত্রদল নেতার মৃত্যূ হয়। দুই ছাত্রদল নেতার ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে আত্মসমর্পণ করার কথা থাকায় বাধা দিতে পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা হাতে লাঠি এবং গায়ে কাফনের কাপড় জড়িয়ে শহরের প্রধান সড়ক ডিসি রোডে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখে। এই সময় ছাত্রদল নেতারা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে রাখে। সড়ক অবরুদ্ধ রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় বিএনপির যুগ্ম মহাসচিবে আদালতে আত্মসমর্পণে জন্য ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের তিনজন মহিলা আইনজীবীসহ ৮ জন আইনজীবীকে বহনকারী দুটি বড় মাইক্রোবাস ভাঙচুর চালায়। মাইক্রোবাসে থাকা আইনজীবীরা গাড়ি থেকে নেমে ছুটে পালায়ে যায়। এসময় একজন আইনজীবীকে ধরে মারপিট করতে থাকলে তিনি কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচেন।
অপরদিকে নরসিংদীর এনকেএম স্কুলের এক শিক্ষার্থীকে নিতে আসা একটি প্রাইভেট কার ভাঙচুর করে পদ বঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। শহরের প্রধান সড়ক অবরুদ্ধকালীন সময উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব বহিষ্কৃত ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, নিহত ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলার বাদী আলতাব মেম্বার, বহিষ্কৃত ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি, মাহিদুল মাহি, ফাতিম আলম নাফি, শেখ সাফিয়ান জাবের, অপু, সাকিব, নাজমুলসহ ছাত্রদলে পদ বঞ্চিত গ্রুপের অন্যান্য নেতাকর্মীরা।
দুপুর ২টায় জেলার বহিস্কৃত ছাত্রদল নেতাদের বাধার মুখে নরসিংদী আদালতের পিছনের গেইট দিয়ে সিনিয়র আইনজীবি এড. মাহবুব উদ্দিন খোকনকে সাথে নিয়ে নরসিংদী জেলা ও দায়রা জজ মোশতাক আহমেদের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে। আদালতে আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপি নেতা হারুন কোভিদ খোকনের জামিন মঞ্জুর করেন।
ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক কমিটির সদস্য সচিব মাইনউদ্দিন বলেন, ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি বাতিলের আন্দোলন করতে গিয়ে আমাদের দুইজন ভাই হত্যার শিকার হয়। অথচম তারা বলছে আমাদের ভাইকে না কি আমরাই মেরেছি। যতদিন পর্যন্ত এই হত্যাকান্ডের বিচার না হবে ততদিন খোকন -শিরীনসহ কোন আসামিই নরসিংদীতে পা ফেলতে পারবে না। আমরা তাদের নরসিংদীর মাটিতে প্রতিহত করবো।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খায়রুল কবির খোকন বলেন, ‘ঢাকা থেকে নরসিংদী আসতে আমাকে বিভিন্ন স্থানে পুলিশি ব্যারিকেটের সামনে পড়তে হয়। পুলিশ আমাকে নরসিংদী ঢুকতে দিবে না পুলিশের এমন মানুষিকতা লÿ্য করা গেছে। প্রথমে মাধবদী আরএম স্টীল মিলের সামনে আমার গাড়ীকে সিগন্যাল দিয়ে আটকে দেয় পুলিশ। অনেক বাকবিতন্ডের পর সেখান থেকে বের হয়ে পাঁচদোনা আসলে আবারও আমার গাড়ী সিগন্যাল দিয়ে থামিয়ে দেয়। এভাবে বেশ কয়েকটি ব্যারিকেট থেকে বের হয়ে গাড়ি রেখে পরে মোটরসাইকেলে চড়ে আদালতে আসি। আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত আমার জামিন মন্জুর করেন। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ নয় পুলিশ চায় আমি নরসিংদী থেকে বিতাড়িত। আমাকে প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগের কোন নেতার ক্ষতির কারণ হতে পারি বলে শত্রুতা করত কিন্তু তা না হয়ে পুলিশ কেন নরসিংদীতে যেন রাজনীতি না করতে পারি। পুলিশের এ আচরণ শুধু আমাকেই নয় নরসিংদী বাসিকেও হতাশ হতাশ করছে।’

বিএনপি নেতা খায়রুল কবির খোকনের অভিযোগের প্রেক্ষীতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্ণিবান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশের উপস্থিতিতে গাড়ী বাঙ্চুর করা হয়েছে এ ঘটনা আমার জানা নেই। তবে ভাঙ্চুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থনে যায়।
উল্লেখ্য, ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রæয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা । এরই ধারাবাহিকতায় ২৫শে মে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করে। ওই সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে । এসময় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হয় ।পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয় ।এই ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরীন সহ ৩০ জনের বিরুদ্ধে নিহত সাদেকুরের ভাই আলতাফ হোসেন হত্যা মামলা করেন। এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিপ্র/শাহোরা/