শিরোনাম :
বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা প্রাথমিকের শিক্ষকদের টানা কর্মবিরতি; বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা দুর্নীতির অভিযোগে দৌলতপুর কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার নির্দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ৬ শতাধিক শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের টানা দ্বিতীয় দিনে অবস্থান; টিকাদান কার্যক্রম বন্ধ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো টাইগাররা ধর্মপাশায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ; থানায় মামলা ৬ দফা দাবি নিয়ে শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফায় দফায় সংবাদ প্রকাশের পরও থমকে আছে রায়পুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

দেবের সঙ্গে বিয়ে সম্পর্কে যা বললেন রুক্মীণী

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সুপারস্টার দেব ও চিত্রনায়িকা রুক্মিণী মৈত্র। পর্দায় তাদের রসায়ন যেমন হিট, বাস্তবেও তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। ভক্ত থেকে গণমাধ্যম, সবার মনেই একটাই প্রশ্ন—কবে বাজবে এই জুটির বিয়ের সানাই? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া পৃথক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন তারা।

অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। রাজনীতি ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে বিয়াল্লিশের দেব এখনো অবিবাহিত। যদিও চিত্রনায়িকা রুক্মিণী মৈত্রর সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়।

সুযোগ পেলেই রুক্মিণীকে নিয়ে অবসর কাটাতে বিদেশে উড়ে যান দেব। তার ভক্ত-অনুরাগীরাও চান তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী বিয়ে করুক। দেবের বাবা-মাও চান ছেলে বিয়ে করুক। এ নিয়ে নানা সময়ে নানা ধরনের পরিস্থিতিতে প্রসঙ্গ যেমন এড়িয়ে গিয়েছেন, তেমনি নানা মন্তব্যও করেছেন দেব-রুক্মিণী। সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

রুক্মিণী মৈত্র বলেন, “যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে (এ কথা বলেই জিভ কাটেন নায়িকা)।”

২০২৪ সালে গুগল সার্চ করে অনুরাগীরা চমকে গিয়েছিলেন। কারণ সেখানে লেখা ছিল দেব বিবাহিত! ২০২১ সালের ৬ মে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কেবল তাই নয়, তাদের একটি সন্তানও রয়েছে।

নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়ছিল, দেব কি টলিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটানোর মন স্থির করেছেন? জবাবে দেব বলেছিলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে, আমি একা ব্যাচেলর লাইফ লিড করব।”

রুক্মিণীকে বিয়ে করা প্রসঙ্গে দেব বলেছিলেন, “বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবেন।”

দেবের তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। চুটিয়ে প্রেম করছেন তারা।

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ প্রভৃতি সিনেমায় জুটিবদ্ধ হন তারা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!