নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্র ঘোষিত নরসিংদীর রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সদ্যঘোষিত কমিটির এই দুই নেতা জেলা কমিটির নিকট পদত্যাগ পত্র জমা দেন।
এর আগে গত (৯ অক্টোবর) জেলা ছাত্রদলের কমিটিকে উপেক্ষা করে রায়পুরা সরকারি কলেজের শিক্ষার্থী রুমন মিয়াকে সভাপতি ও শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বিতর্কিত এই কমিটিকে অনাস্থা জানিয়ে সোমবার (১৩ অক্টোবর) রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা নবঘোষিত কমিটির পদ পাওয়া এবং পদ বঞ্চিত নেতাকর্মী’রা বিক্ষোভ মিছিলসহ সংবাদ সম্মেলন করে। বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ‘অবৈধ কমিটি মানি না, মানব না’, ’‘ত্যাগীদের মূল্যায়ন করতে হবে’,‘রাতের আধাঁরে পকেট কমিটি মানি না, মানব না’ স্লোগান দিতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, জেলা কমিটির মতামতকে উপেক্ষা করে ক ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কেন্দ্রীয় কমিটি রাতের আঁধারে করা পকেট কমিটি ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি চাই।
পদত্যাগ করা কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ওই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের প্রকৃত মূল্যায়ন হয়নি তাই পদ থেকে পদত্যাগ করেছি। জেলা কমিটির নিকট আজ (শনিবার) পদত্যাগপত্র জমা দিয়েছি। সদ্য ঘোষিত কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে নেতাকর্মীদের সাথে তার সুসম্পর্ক নেই বললেই চলে। আর যুগ্ম সাধারণ সম্পাদক তার ছাত্রত্ব নেই। প্রশ্নবিদ্ধ কমিটিতে থাকতে চাই না বলেই আমার এই পদত্যাগ। ত্যাগীদের মূল্যায়ন করে আমরা নতুন কমিটি চাই।”
সদ্যঘোষিত কমিটির পদত্যাগ করা সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া বলেন, “আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছিলো। জেলা কমিটির নিকট আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। ত্যাগী নেতাকর্মীদের সাথে একাত্ততা পোষন করে আমি ওই কমিটি থেকে পদত্যাগ করে। কমিটিতে প্রকৃত, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা এই অবৈধ কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কমিটি বাতিল করে আমরা নতুন কমিটি চাই।”
এ বিষয়ে রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু বলেন,“ কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের এক নেতার দেয়া কেন্দ্রীয় কমিটি পকেট কমিটি ঘোষণা করেছে। যা জেলা কমিটির মতামত ছাড়াই ঘোষণা করা হয়েছে। এটি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে অন্যায়। আমরা চাই, এই কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।”
জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষিত রায়পুরা কলেজ শাখা কমিটি দুই নেতার পদত্যাগপত্র জেলা কমিটির দপ্তর সম্পাদকের নিকট জমা দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শিপ্র/শাহোরা/