শিরোনাম :
‘মেরে ঠ্যাং ভেঙে’ দেওয়ার হুমকি; ডাকসু নেতা সর্বমিত্র চাকমার বিরুদ্ধে অভিযোগ ঢাবি শিক্ষার্থীর স্বামীর দেওয়া আগুনে পুড়ে স্ত্রী-পুত্রের প্রাণহানী দুর্নীতির অভিযোগে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, ইকবালের ৫ উইকেটে ওপর ভর করে বাংলাদেশের জয় খুলনায় জোড়া খুনের মামলায: ৭ জনের মৃত্যুদণ্ড শ্রীপুরে গভীর রাতে ঝুট গুদামে আগুন; ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে মনোহরদীবাসী জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়াছে আওয়ামী দালাল ভূঁইফোড় সাংবাদিক শাকিল’ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে জুলাই সনদ নিয়ে সালমান শাহ হত্যা মামলা- আত্মসমর্পণ করব; ডন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে: ড. আব্দুল মঈন খান
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার প্রচারে প্রাক্তন স্বামীর সাথে অংশ নিবে সামান্থা?

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিনোদন ডেস্ক

২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা রুথ প্রভু। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় অভিনয় করেন। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী।

এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই যুগল।

১৫ বছর পর ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা ১৮ জুলাই পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এদিকে, গুঞ্জন উড়ছে— রোমান্টিক এ সিনেমার প্রচারে একসঙ্গে অংশ নেবেন এই দুই প্রাক্তন। জোরালো চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষ বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন সামান্থা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা রুথ প্রভু বলেন, “না, আমি কারো সঙ্গে ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার প্রচার করছি না। মানে আমি সিনেমাটির প্রচার করছি না। আমি জানি না, এই আলোচনা কোথা থেকে আসছে। হয়তো সিনেমাটির ভক্তরা প্রধান জুটিকে একসঙ্গে দেখতে চান। কিন্তু দর্শকদের জীবনের দৃষ্টিকোণ থেকে কেউ নিজের জীবনযাপন করতে পারে না।”

এ সিনেমার শুটিংয়ের খুটিনাটিও মনে আছে বলে জানান সামান্থা। তার ভাষায়—“আমার দ্বিতীয় সিনেমা ‘ইয়ে মায়া চেসাভ’। সত্যি সিনেমাটির প্রতিটি শুটের কথাই আমার মনে আছে। এ সিনেমার প্রথম শটের শুটিং হয়েছিল গেটে। যেখানে কার্তিকের (নাগা চৈতন্য) সঙ্গে প্রথম দেখা হয় জেসির। এ বিষয়ে আমার সবকিছুই মনে আছে। গৌতম মেননের সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার ছিল।”

সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!