শিরোনাম :
বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা প্রাথমিকের শিক্ষকদের টানা কর্মবিরতি; বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা দুর্নীতির অভিযোগে দৌলতপুর কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার নির্দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ৬ শতাধিক শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের টানা দ্বিতীয় দিনে অবস্থান; টিকাদান কার্যক্রম বন্ধ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো টাইগাররা ধর্মপাশায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ; থানায় মামলা ৬ দফা দাবি নিয়ে শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফায় দফায় সংবাদ প্রকাশের পরও থমকে আছে রায়পুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

অনলাইন জুয়ায় হেরে আত্মগোপনে; খোঁজ মিলল বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তার

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজ হওয়ার দুইদিন পর মাদারীপুর থেকে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাঈম রহমানকে উদ্ধার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোমন জানান, “নাঈম রহমান নিজেই নিখোঁজ হয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বেশি লাভের আশায় জুয়া খেলাসহ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের নানা গ্রুপে বিনিয়োগ করেছিলেন। পরে টাকা ফেরত না পেয়ে আত্মগোপনে যান।”

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়,” যোগ করেন তিনি।

নাঈমের মা বলেন, “ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছি। আমরা এখনও কিছু জিজ্ঞেস করিনি, ওর মানসিক অবস্থা এখন ভালো নয়।”

এর আগে, গত রোববার অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান নাঈম রহমান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বাংলাদেশ ব্যাংক তার ‘নিখোঁজের’ পর জানিয়েছিল, রোববার সকালে তিনি অফিসে আসেন। দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টা ৫৩ মিনিটে এক সহকর্মীকে শেষবারের মতো একটি এসএমএস দেন।

সেখানে তিনি লেখেন, আমার আর্থিক অবস্থার জন্য আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। অফিসেও কয়েকজনের কাছ থেকে ধার নিয়েছি, কিন্তু এখন দিতে পারছি না। মুখ দেখানোর মতো অবস্থা নেই।’

তিনি আরও লিখেছেন, ‘পারলে আমার ছোট বোনটার জন্য একটা চাকরি জোগাড় করে দিবেন। না হলে আমার পরিবার চলতে পারবে না। ভাই হিসেবে এটা আমার শেষ অনুরোধ… পারলে একটু দেখবেন। আমার স্ত্রী ও তার পরিবার ভালো অবস্থায় আছে। তাই আমার স্ত্রী ও সন্তান ভালোই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমার মা আর ছোট বোন আমাকে ছাড়া অসহায় হয়ে যাবে।’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!