বরগুনা প্রতিনিধি
স্বামীর ধূমপানে বাধা দিয়ে নির্যাতনের শিকার হয়ে বরগুনায় বিষপানে আত্মহত্যা করেছেন ফারিয়া (১৭) নামে এক কিশোরী গৃহবধূ । নিহত ফারিয়া ময়মনসিংহের গগদা এলাকার হারেছ মিয়ার মেয়ে।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার আমতলী নিমতলী গ্রামের স্বামীর বাড়িতে কীটনাশক পান করে। রাতে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
সোমবার (৬ জানুয়ারি) তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
জানা যায়, বরগুনা সদর উপজেলার আমতলী নিমতলী গ্রামের বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান এবং ফারিয়া একসাথে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দু’জনে প্রেম করে ৬ মাস আগে বিয়ে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া স্বামীর সাথে বরগুনায় তার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। সালমান ধূমপানে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে নিষেধ করতেন। শনিবার (৪ জানুয়ারি) ফারিয়া সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখেন। স্বামীর নির্যাতনের পরে সিগারেটের প্যাকেট স্বামীর হাতে দিয়ে কীটনাশক পান করেন ফারিয়া।
নিহত ফারিয়ার শাশুড়ি খালেদা আক্তার বলেন, ‘আমার ছেলে ধূমপান করে। ছেলের বউ সালমানকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। স্বামী ধূমপান করলে ফারিয়া রাগ করে কাচা মরিচ চিবিয়ে খেতো। ফারিয়ার মৃত্যুর পরে সালমান পালিয়ে যান।’
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এব্যাপারে ‘ফারিয়ার বাবা হারিস মিয়া সোমবার দুপুরে থানায় অভিযোগ করেছেন।’
শিপ্র/শাহোরা/মাবিজা/