নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে স্ত্রীকে ধর্ষনের অভিযোগ এনে পিতার বিরুদ্ধে থামায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত ব্যক্তির উরসজাত সন্তান। শনিবার (৭ ডিসেম্বর) বেলাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত বকুল মিয়ার ছেলে মো..বাদশা মিয়া।
ছেলের বউকে ধর্ষণের চাঞ্চল্যকর এঘটনায় অভিযুক্ত শ্বশুর বকুল মিয়াকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
অভিযোগে জানা যায়, বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের সটুরিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে বাদশা মিয়াকে ব্যবসার সুবাদে বগুড়া শহরে থাকতে হতো। সেখানে থাকাকালীন স্থানীয় শুক্কুর আলমের মেয়ে তাহমিনা আক্তার রোমানা (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে পারিবারিক সম্মতিতে গত দেড় মাস পূর্বে রোমানাকে বিয়ে করে বাদশা। বিয়ের বাদশা স্ত্রী রোমানাকে তার গ্রামের বাড়ীতে নিয়ে আসে। সেই থেকে রোমানা স্বামীর সাথে শ্বশুড়বাড়িতে থাকতো। এদিকে ব্যবসার সুবাদে গত কয়েকদিন পূর্বে বাদশাকে চট্রগ্রামে থাকতে হচ্ছিল। এদিকে ছেলে বাড়ীতে না থাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বকুল মিয়া খালি বাড়ী একা পেয়ে তার ছেলের বউকে ধর্ষন করে। শনিবার সকালে স্বামী বাদশা মিয়া বাড়ী ফিরলে রাতে ধর্ষণের ঘটনাটি তাকে জানায়। পরে বেলাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী বাদশা মিয়া। অভিযোগের পর শ্বশুর বকুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ভিকটিমের স্বামীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বেলাব থানায় নিয়মিত মামলা রুজু হয়। যার মামলা নং ৭(১২)২০২৪ইং। এজাহারের ভিত্তিতে আসামীকে গ্রেফতার পূর্ব বিজ্ঞ আদালতে মাধমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি সনদের জন্য নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
শিপ্র/শাহোরা