গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসা ৭৫ বছরপূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর ) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও ইসলামি সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শামসুল আলম।
মাদরাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহাবুবুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন এর মহাসচিব ও অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরামা ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সালনা মাদরাসা প্রিন্সিপাল ড. জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির, ব্যাবসায়ী জুনায়েদ আহমেদ, কংশেকুরের পীর আসাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন।
শিপ্র/শাহোরা/আসা/