গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টম্বর)এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো: আরিফ সরকার ও সাধারণ সম্পাদক পদে মো: আনোর হোসেন নির্বাচিত হন।
উৎসব মুখর পরিবেশে সোমবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিরতহীন ভাবে চলে বিকাল ৩ টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আরিফ সরকার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন মৃধা আম প্রতীক নিয়ে৷ পান ২১০ ভোট। মই প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে মাছ প্রতীকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. নজরুল ইসলাম ২৫৫ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে নবীন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. হাদিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর এবং কোষাধ্যক্ষ পদে মো. ফখরুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে সর্বমোট ৮৭৫ জন ভোটারের মধ্যে ৮০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি আরিফ সরকার জানান, তিনি শ্রীপুর বাজারের সকল ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত সহ শ্রীপুর বাজার সিসি ক্যামেরা স্থাপন করে ব্যবসায়ীদের মালামাল রক্ষনাবেক্ষন করার চেষ্টা করবেন।
শিপ্র/শাহোরা/আসা/