শিরোনাম :
দোকানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরি; নগদ অর্থসহ মালামাল লুট রোহিঙ্গাদের দেশে ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করবো: প্রধান উপদেষ্টা ‘ক্ষমতা মানুষকে পতনের দিকে নিয়ে যায়; ড. মঈন খান’ ঝিনাইদহে শিক্ষার্থীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ রাজশাহীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে কর্মী নিহত, ২ নেতা বহিষ্কার বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক চট্টগ্রামে আ. লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেফতার কুমিল্লায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে স্বেচ্ছাসেবক দল নেতার হামলা আমির খানের ৬০ তম জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্রাট জাতীয় দলে পঞ্চপাণ্ডবের অবসরের সাক্ষী হয়নি দেশের মাঠ ও সমর্থকরা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

লংগদু উপজেলায় চেয়ারম্যান বাবু; ভাইস চেয়ারম্যান রকিব ও ফাতেমা নির্বাচিত

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

রাঙ্গামাটি প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাঙ্গামাটির লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। ভাইস চেয়ারম্যান পদে মো. রকিব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ  বেসরকারি ভাবে  নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নির্বাচনী কন্ট্রোল রুমে ২৩টি কেন্দ্র থেকে আসা ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ।

নির্বাচনে ৩২ হাজার ৫৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রাপ্ত ভোটের হার ৫২.০৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটা সংখ্যা ৩১ হাজার ৯০৭টি এবং  কৃত ভোটের সংখ্যা ৬৩৯ টি ভোট বাতিল বলে গন্য হয়।

লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে   চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন সহ ৩ পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফলে বাবুল দাশ বাবু আনারস প্রতীকে ১৭ হাজার ১৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে উনিয়ন ও উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৫৬ ভোট।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু দোয়াত কলম মার্কায় পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে এডভোকেট মো. আবছার আলী পেয়েছেন মাত্র ৭৪০ ভোট।

ফলাফল ঘোষণার পর উৎসুক জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবুল দাশ বাবু বলেন, সাধারণ ভোটার ও নেতাকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা। এ বিজয় আমার একার নয়, এ জয় পুরো উপজেলাবাসীর। যারা আমার নির্বাচনে বিরোধিতা করেছেন এ বিজয় তাদের উৎসর্গ করলাম।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. রকিব হোসেন বই প্রতীকে ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কল্যাণ প্রিয় চাকমা চশমা প্রতীকে  পেয়েছে ৯ হাজার ৭৯০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ কলস প্রতীকে ১৭ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ফুটবল প্রতীকে ১৩ হাজার ৩৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বুধবার সকাল ৮ টায় ব্যালেট পেপারের মাধ্যমে শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ২৩টি কেন্দ্রে ১৬১টি কক্ষে ভোটগ্রহণ চলে। তবে পুরো নির্বাচনে কোনো অপ্রীতিকর ও হতাহতের ঘটনা ঘটেনি। এ উপজেলায় ৬১ হাজার ২৬৩ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৮৭৭ জন পুরুষ এবং ২৯ হাজার ৩৮৬ জন মহিলা ভোটার।

লংগদু উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হওয়ায় উপজেলাবাসী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!