শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

রায়পুরায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধী জের ধরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) রায়পুরা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সালেক আহমেদ পলাশ নামে এক সাংবাদিক । যার নং ২০৫, তারিখ ৪-১-২০২৫ ইং।

অভিযোগকারী সালেক আহমেদ পলাশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত সালাউদ্দিন আহাম্মেদের ছেলে। সে
রায়পুরা প্রেসক্লাবের কোষাধক্ষ্য পদে দায়িত্বরত আছেন।

অপর দিকে হুমকিদাতা একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম (৬০)। সে ওলিপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্যে জানা যায়, সাংবাদিক সালেক আমেদ পলাশ ও আবুল কাশেম এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এরই জের ধরে আবুল কাশেম নরসিংদীর জজ আদালতে দেওয়ানী আপীল মোকদ্দমা নং-২/২০১৪ ইং দায়ের করেন। ওই মামলা পরাজয় নিশ্চিত জেনে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল আটটার দিকে আবুল কাশেম ও তার পরিবারের অন্যান্য লোকজন আমার বসত বাড়ির সামনে আসিয়া গাল-মন্দসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। পাশাপাশি নানা রকম ভয়ভীতিসহ আমার চলাচলের রাস্তা বন্ধ করিয়া দেওয়ারও হুমকি দেন তিনি।

এ অবস্থায় সাংবাদিক সালেক আহামেদ পলাশ ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর কোন সময় বড় কোন ধরনের আশঙ্কায় তারা আতঙ্কিত রয়েছে। এ অবস্থায় সাংবাদিক সালেক আহমেদ পলাশ ও তার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

শিপ্র/আবছি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!