নিজস্ব প্রতিবেদক
শিগগিরিই দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুতই আরেক দফা সংলাপ হবে। তারপর কমিশন সংস্কারের কাজ শুরু হবে।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কাজকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে। রাষ্ট্র মেরামতের কাজটি মহৎ কর্ম হিসেবে সম্পন্ন করতে চান ড. ইউনূস। সংসদ নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই তার।
বেশ কিছু অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার বিষয়ে জানান শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন ডলার দেবে। আইএমএফ প্রধান জানিয়েছেন তারা বাংলাদেশের পক্ষে আছে। অন্তর্বর্তী সরকারের টাইম ফ্রেম জানতে চাননি বিশ্বনেতারা। তারা সরকারকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন।
এর আগে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে নির্বাচনে লড়বেন না জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়বো?’
শিপ্র/শাহোরা/মআম/