খেলাধূলা ডেস্ক
জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দারুণভাবে শুরু করেছে। রাকিবুল হাসানের জোড়া লক্ষ্যভেদে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ওমানকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ওমানের মাস্কটে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ এগিয়ে যায়।
সম্মিলিত আক্রমণ থেকে বাংলাদেশ প্রথম গোল করে। ৭ মিনিটে মেহেদী হাসান গোল করে লাল সবুজ দলকে এগিয়ে নেন। এই অর্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয় কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনও দলই পারেনি লক্ষ্যভেদ করতে।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ৩৭ মিনিটে রাকিবুল আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এক মিনিট পর তিনি দ্বিতীয় গোল করেন। পেনাল্টি কর্নার থেকে পোস্টে বল জড়িয়ে দেন রাকিবুল।
চতুর্থ কোয়ার্টারে ওমান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে সফলও হয়। ওমান এক গোল শোধ দেয়। আল ওয়াহাবি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ স্কোর লাইন রেখে উচ্ছ্বাস নিয়ে টার্ফ ছেড়েছে।
আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের।
বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ ম্যাচ শেষে বলেন, ‘প্রথম ম্যাচে জয় পেয়ে আমরা এগিয়ে গেলাম। এমন জয়ে আমরা খুশি। দলের সবাই ভালো খেলার চেষ্টা করেছে। রাকিবুল ও মেহেদী গোল করে দলকে জয় এনে দিয়েছেন। পরের ম্যাচে আরও ভালো খেলার চেষ্টা করবো।’
শিপ্র/শাহোরা/