শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

যুবদল নেতা হত্যায় ইআবা-এর সম্পৃক্ততা না থকার ঘোষণায় সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

বরগুনা প্রতিনিধি

পাথরঘাটায় যুবদল নেতার নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীরা কেহ ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার কোন সদস্য নয় এবং এ হত্যা কাণ্ডের সাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোন সম্পৃক্ততা নেই।  যদি প্রমাণ করতে পারে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোন সম্পৃক্ততা রয়েছে বা কেউ জড়িত রয়েছে তবে তাকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হবে।  শুক্রবার  (৩ জানুয়ারি)  সন্ধ্যায়  বরগুনা প্রেসক্লাবে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলন এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জেলার সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান কাশেমী।

গত  বুধবার (১ জানুয়ারি) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যুবদল নেতা নাসির উদ্দিনকে রগ কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা জানায়, এই জঘন্য হত্যাকাণ্ড কোনোভাবেই মানবিক বা ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের কোনো সদস্য বা কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয়। যারা এই জঘন্য কাজ করেছে, তারা আমাদের সংগঠনের কেউই না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হত্যাকারী রাব্বি ও হাসান ইসলামী আন্দোলন বা এর সহযোগী সংগঠনের সাথে কোনো সম্পর্ক রাখেনি। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি কুচক্রী মহল আমাদের সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই অপচেষ্টার জন্য দায়ী মহলকে দুঃখ প্রকাশসহ ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা আরও জানায়, যে কোনো হত্যাকাণ্ড অমানবিক ও নিন্দনীয়। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি। দেশের শান্তিপ্রিয় জনগণের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলন সবসময় বদ্ধপরিকর এবং সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার।

শিপ্র/শাহোরা/মাবিজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!