নিজস্ব প্রতিবেদক
বিপিএলের টিকিট না পাওয়ায় বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়াম-সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর আও কাউন্টারে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। এজন্য এই এলাকাজুড়ে শুক্রবার (৩ জানুয়ারি) নিরাপত্তা বাড়াতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিন দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স। এই দুই ম্যাচের টিকিটও স্টেডিয়াম-সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের বুথে বিক্রি হচ্ছে।
সেখানে রাস্তার দুই পাশে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন দর্শকরা। ফলে, সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী।
এদিকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের গেটেই অনিয়ম দেখা গেছে। স্বেচ্ছাসেবকদের অনেকে পরিচিতদের টিকিট স্ক্যান না করেই মাঠে ঢোকাচ্ছেন, আবার কেউ কেউ নিজের অ্যাক্রিডিটেশন দিয়ে গ্যালারিতে বন্ধু-বান্ধবদের গ্যালারিতে পৌঁছে দিয়ে আসছেন। একপর্যায়ে কয়েকজন স্বেচ্ছাসেবকের অ্যাক্রিডিটেশন কার্ডও জব্দ করা হয়।
অন্যদিকে কয়েক বছর ধরে বিপিএলে সবচেয়ে বড় বিতর্ক টিকিট কালোবাজারি। নতুন বিসিবি সভাপতির কাছে চ্যালেঞ্জ ছিল বিপিএলকে বিতর্ক মুক্ত করা। যেখানে পুরোপুরি ব্যর্থ ফারুক আহমেদ। অনেকেই বলছেন, বিপিএল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসর এটি।
নাজমুল হাসান পাপনের সময় টিকিট কালোবাজারির অভিযোগ থাকলেও টিকিট পেতেন দর্শকরা। কিন্তু এবার টিকিটই পাচ্ছেন না দর্শকরা। ম্যাচের আগেও টিকিট মিলছে না।
শিপ্র/শাহোরা/