জামালপুর প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা নির্বাচন তৃতীয় দফায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে কাপ পিরিচ প্রতীক নিয়ে রায়হান রহমাতুল্লাহ রিমু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
বুধবার রাতে ৭২টি কেন্দ্রে ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি আক্তার।
নির্বাচনে উপজেলার ৯২ হাজার ০১২ জন ভোটার এই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাদের ভোটাধিকার প্রয়োগ করে যা মোট ভোটের ৪১.০৬ শতকরা। এর মধ্যে বৈধ ভোট ৯১ হাজার ৫৯৫টি। আর ৪২৭টি ভোট বাতিল বলে গন্য করা হয়।
বেসরকারি চেয়ারম্যান পদে রায়হান রহমাতুল্লাহ রিমু কাপ পিরিচ প্রতীকে ৪১ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তিন বারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল দোয়াত কলম প্রতীকে পান ২৫ হাজার ২২৫ ভোট ।
ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মো. হেলালুর রহমান টিউবওয়েল প্রতীকে ৫৫ হাজার ০৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৯১৭৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের লাইলি বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ২৩৮টি। কলস প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডলি আক্তার পেয়েছেন ৪১ হাজার ২৮৭ ভোট।
এই প্রথম ই ভিএম -এ ভোট। সুন্দর সুশৃঙ্খল ভাবে ইভিএম-এ ভোট দিতে পারায় উৎসুক ভোটারগন কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নিজের ভোট নিজে দিতে পের সাধারণ ভোটারাও খুশি …।
শিপ্র/শাহোরা/আমালি/