শিরোনাম প্রতিদিন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক হৃদয়বিদারক ঘটনায়, দুই সেনা কর্মকর্তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। এসময় তাদের এক নারী বন্ধুকে বন্দুকের মুখে জিম্মি করে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনাটি ভারতে গভীর শোকের জন্ম দিয়েছে। সারা দেশে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে। ঘটনার সময় ২ সেনা কর্মকর্তা তাদের দুই নারী বান্ধবীকে নিয়ে ইন্দোরের চোটি জাম ফায়ারিং রেঞ্জের কাছে পিকনিকে গিয়েছিলেন। তাদের আনন্দময় সময় হঠাৎ দুঃস্বপ্নে পরিণত হয়। একদল সশস্ত্র ব্যক্তি পিস্তল ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। সেনা কর্মকর্তাদের ওপর বর্বর হামলা চালিয়ে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর এক সেনা কর্মকর্তা ও তার এক নারী বান্ধবীকে টাকা আনার জন্য যেতে বাধ্য করে। খবর দ্য স্টেটসম্যানের।
প্রতিবেদনটিতে বলা হয়, আহত সেনা কর্মকর্তা দ্রুত তার ইউনিটে ফিরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পুরো ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পুলিশ পরে ওই দুই সেনা কর্মকর্তা ও তাদের নারী বান্ধবীদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন, তাদের মধ্যে একজন নারীকে গণধর্ষণ করা হয়েছে।
এই ঘটনার ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৃতীয় অপরাধীকে ধরতে এখনো অভিযান চলছে। ঘটনার পরে পুরো দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রদেশে ২ সেনা কর্মকর্তা ও তাদের নারী বন্ধুর ওপর এই বর্বর হামলা পুরো সমাজের জন্য লজ্জাজনক। এমন অপরাধের পেছনে প্রশাসনের ব্যর্থতাই দায়ী। দেশের অনিরাপদ পরিবেশ নারীদের স্বাধীনতা ও মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে।
এই নৃশংস ঘটনায় বিচার চেয়েছেন ভারতের সর্বস্তরের মানুষ।
শিপ্র/শাহোরা/