নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজ শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ.এম.এ কাদেরের সুযোগ্য সন্তান লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ক্যাপ্টেন (অবঃ) এম.নূরুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল করিম।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান আবু তারেক হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাউসার, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল (এম এ), বীর মুক্তিযোদ্বা আ. খালেক মাস্টার,-নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হল লাল মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন শ্যামলসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, ছাত্র /ছাত্রীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
শিপ্র/আবছি/