পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারের বড় খেয়াঘাটের খেয়া ট্রলার থেকে এক বস্তা মা ইলিশ জব্দ করেছে বাউফল মৎস্য দপ্তর।
বাউফল মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯শে অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা গোপন সূত্রে জানতে পারেন চন্দ্রদ্বীপ থেকে যাত্রীবাহী ট্রলারে এক বস্তা মা ইলিশ নিয়ে এক মহিলা কালাইয়া বাজার বড় খেয়াঘাটে আসছে। এবং ওই মহিলা মা ইলিশ গুলো নিয়ে নুরাইপুরে যাবে।
এমন সংবাদের ভিত্তিতে বাউফল মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা সোহেল রানা, আকাশসহ বাউফল মৎস্য সমিতির সভাপতি মোতাহার মাতুব্বরের সমন্বয়ে খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ট্রলারটি ঘাটে ভীড়ার সাথে সাথে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি মা ইলিশগুলো জব্দ করে। তবে মাছ বহনকারী কাউকে পাওয়া যায়নি।
এব্যারে বাউফল মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, মা ইলিশ গুলো জব্দ পূর্বক অফিসে এনে হাফিজি মাদ্রাসা ও এতিমখানা সহ উপস্থিত অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।
শিপ্র/শাহোরা/এজাহা/