নরসিংদী প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয়া দুর্গোৎসবে নরসিংদীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১২ অক্টোবর) দুর্গা পূজা উপলক্ষে নরসিংদী জেলা শহরের সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শন করেছেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ভারতের সাথে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।
তিনি আরও বলেন, সারা দেশে দুর্গাপূজা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন হবে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এসময় তার সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
শিপ্র/শাহোরা/শামি/