কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সার্বিক সহযোগিতায় বন্যার্ত অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী শিশু ও যুব ফোরামের উদ্যোগে উপজেলার বাকই ও মুদাফরগঞ্জ ইউনিয়নে বন্যার্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ওইদিন উপজেলার দুইটি ইউনিয়নে প্রায় এক হাজার পাঁচ’শ লোক এই চিকিৎসা সেবা গ্রহন করেছেন। সেবাভোগিদের মধ্যে বেশিরভাগ চর্মরোগে আক্রান্ত ছিলেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।
মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী সবাইকে প্রাথমিকভাবে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।
এদিকে একই দিন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশুকে খাতা, কলম, পেন্সিল এবং মেয়েদের মাঝে সেনিটারি ন্যাপকিন বিতরণ করেছেন।
উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয় এবং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চিকুনিয়া গ্রামে স্থগিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চো মিয়ং হোয়ান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন গোমেজসহ ওয়ার্ল্ড ভিশন কোরিয়া এবং বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এ সময় লাকসাম এপির শিশু ও যুব ফোরামের অপূর্ব সরকার, নাজমুস সাকিব, উজ্জল মিয়া, আরশাদ আলী ও ফারদিন মাশরুর উপস্থিত ছিলেন।
শিপ্র/শাহোরা/আরস্ব/