শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হতদরিদ্র পরিবার পেল মাথাগোঁজার ঠাই

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৭ পরিবারকে ঘর নির্মাণ করে দিলো মানবসেবা ফাউন্ডেশন। বুধবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার পশ্চিম ধর্মপুর গ্রামে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পরিবারগুলোর মাঝে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান, মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কাশেম, সভাপতি হাসানুজ্জামান এমরান, পরিচালক জাকির হোসেন।

সংগঠনের পরিচালক জাকির হোসেন জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়। ঘরগুলো চৌচালা এবং রঙিন টিনের বেড়া সম্বলিত। ২২ ফুট দৈর্ঘ ১৭ ফুট প্রস্থের এই ঘর ছোট পরিবারের জন্য বসবাস উপযোগী।

জাকির হোসেন আরও জানান, মানবসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে দরিদ্রের সহায়তা, শিক্ষা সহায়তা, রক্ত দান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন ঘর পেয়ে আনন্দে আপ্লুত নুরজাহাম এবং আবদুল মজিদ দম্পতি। সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ধর্মপুর গ্রামের আব্দুল হাসিম ব্যাপারী বাড়ির বাসিন্দা তারা।

হতদরিদ্র নুরজাহান বেগম বলেন, আগে আমার ঘরটি জরাজীর্ণ ছিল। বিগত বন্যায় এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এখন নতুন ঘর পেয়ে বসবাসের দুশ্চিন্তা কমে গেল। খাইতে না পারলেও অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারব।

শিপ্র/শাহোরা/মোআ/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!