শিরোনাম প্রতিদিন ডেস্ক
বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুন নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর ছোট ছেলে সাদ বিন আজিজুরকে (১৯) আটক করেছে র্যাব।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. এহতেশামুল হক খান।
র্যাব কর্মকর্তা জানান, হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছোট ছেলে আজিজুরকে তার দাদার বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তার আচরণ ও কথায় অমিল পাওয়া যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আজিজুর জানায়, হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল তার মায়ের সাথে। ঘটনার দিন সকালে তার মা উম্মে সালমা খাতুনের সাথে হাত খরচের টাকা নিয়ে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।
পরে ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে বাসায় ঢুকে তার মা উম্মে সালমাকে পেছন থেকে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন আজিজুর। এরপর ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভেতর রেখে ঢাকনা লাগিয়ে দেন। ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে নাটক সাজানোর জন্য আজিজুর বাসায় থাকা কুড়াল দিয়ে তাঁর বাবা এবং মায়ের শয়নকক্ষে থাকা আলমারিতে কয়েকটি কোপ দিয়ে কুড়াল সেখানে রেখে দেন। এরপর বাসার মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যান।
র্যাব কর্মকর্তা এহতেশামুল হক বলেন, আসামি সাদ বিন আজিজুরকে থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হবে।
শিপ্র/শাহোরা/