শিরোনাম প্রতিদিন ডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে শিশু-নারীসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বুধবার (২৯ মে) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে বাসটি যাত্রা করছিল। বুধবার ভোর ৪টার দিকে প্রায় ৭৫০ কিলোমিটার উত্তরে একটি পার্বত্য অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
ওয়াশুক জেলার একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নুরুল্লাহ এসসাজাই আলজাজিরাকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, বাসটিতে ৫৪ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে তিনজন শিশু ও তিনজন নারী।
তিনি বলেন, বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আঘাতপ্রাপ্ত আট থেকে ১০ জন রোগীকে হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের খুজদারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।’
ওয়াশুকের একজন সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেছেন, ‘বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।’
এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কর্তৃপক্ষকে আহতদের সহায্য করার নির্দেশ দিয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে দেশটির উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছিল।
শিপ্র/শাহোরা/