শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী উপর আন্দোলনকারীদের হামলা; নিহত ১ , আহত ১৬

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে মিছিল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর  হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। হামলায় অন্তত একজন সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) একটি মিছিল থেকে নিরাপত্তা বাহিনীর ওপর এ হামলা চালানো হয়। [খবর ডয়চে ভেলের।]

খবরে বলা হয়েছে, দেশটির একটি জাতীয়তাবাদী জাতিগত বালুচ আন্দোলন গত কয়েকদিন ধরে বন্দর নগরীটির মহাসড়ক অবরোধ করে তাদের গ্রেফতারকৃত সদস্যদের মুক্তি দাবি করছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী তাদের আন্দোলনের সদস্যদের গ্রেফতার করেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায় যে, প্রতিবাদকারীরা তাদেরকে পাহারা দেওয়ায় নিয়োজিত সেনা সদস্যদের উপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে।

এক বিবৃতিতে পাক সেনাবাহিনী বলেছে, সহিংস প্রতিবাদকারীদের বিনা প্ররোচনায় হামলায় একজন সেনা কর্মকর্তাসহ ১৬ সৈনিক আহত হয়েছেন।

এদিকে, বালুচ আন্দোলনের নেতা বেবার্গ বালুচ জানায়, সেনাবাহিনী শক্তি প্রয়োগ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। সে সময় নারী এবং শিশুসহ অনেকে আহতের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর উল্লেখ করা হতাহতের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশের সাথে ইরান এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে। সেখানে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী দাবি করেছে, সংশ্লিষ্ট অঞ্চলের প্রাকৃতিক সম্পদের বড় হিস্যা পেতে তারা লড়াই করছে।

প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানায়, বিক্ষোভকারীরা বিদেশি বিনিয়োগকারী একটি দলের সফর বন্ধ করতে ‘ষড়যন্ত্র’ করছেন। আগামী সপ্তাহে দলটির এই প্রদেশের গোয়াদর শহর সফর করার কথা রয়েছে।

তিনি আন্দোলনকারীদেরকে শান্তি নিশ্চিতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। বুগতি বলেন. ‘‘আমাদের দরজা খোলা রয়েছে।”

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘রোড অ্যান্ড বেল্ট’ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অঞ্চলে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যার একটি অংশ গোয়াদর বন্দরের উন্নয়ন এবং আরো কিছু প্রকল্পে ব্যয় করা হচ্ছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!