শিরোনাম প্রতিদিন ডেস্ক
পাওনা টাকা চাওয়ার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজশাহীতে মো. সাব্বির নামে এক কিশোর খুন হয়েছে। জড়িতদের বিচার চেয়ে মরদেহ নিয়ে রবিবার (২৮ জুলাই) বিকালে চন্দ্রিমা থানার সামনে মানববন্ধন করেছেন সাব্বিরের স্বজন ও এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মিজানুর, তার ভাই আব্দুল্লাহ, তাদের বাবা গোলাপ ও মান্নানের ছেলে অন্তরের নামে মামলা হয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, মিজানুর, অন্তর ও আব্দুল্লাহ এলাকার চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাব্বির তার পাওনা ৩৫০ টাকা চান আব্দুল্লার কাছে। এ সময় তাকে গালিগালাজ করে ফিরিয়ে দেওয়া হয়। সাব্বির তার ভাইকে নিয়ে আবারও সন্ধ্যার পর আব্দুল্লার কাছে গেলে আব্দুল্লার ভাই মিজানুর, তাদের বাবা গোলাপ এবং মিজানুরের বন্ধু অন্তর সাব্বির ও তার ভাইকে হাঁসুয়া ও চাকু দিয়ে আক্রমণ করেন। এ সময় সাব্বিরের বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
রামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বেলাল হোসেন জানান, মুমূর্ষু অবস্থায় সাব্বিরকে রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাল প্রধান আসামি মিজানুরকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
শিপ্র/শাহোরা/