শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নরসিংদী শহরের জেলখানা মোড়ের পীর মোহাম্মদ খান প্লাজাস্থ সংগঠনের কার্যালয়ে এ বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভাকে দুটি ভাগে বিভক্ত করা হয়।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু সভাপতিত্ব অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনে সংগঠনের গত একবছরের আয়-ব্যায় তুলে ধরেন সাধারণ সম্পাদক তুহিন ভূঁইয়া। নরসিংদী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সুজন বর্মন এর সঞ্চালনায় সংগঠনকে সুন্দর ও সুচারু ভাবে পরিচালনার লক্ষ্যে আগামী বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

এ সময় মতামত পেশ করেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার আমির হোসেন, কোষাধক্ষ্য তন্ময় সাহা, দপ্তর সম্পাদক ঈদুল ফিতর, নির্বাহী সদস্য আলমগীর পাঠান, সিনিয়র সদস্য কবির হোসেন, দিদার হোসেন পিন্টু বাকি বিল্লাহ, হারুনুর রশিদ, হিমেল দে, মো: ইয়াসিন মিয়া, এম আজিজুল ইসলাম, তাসলিমা আক্তার, আবু বকর সিদ্দিক, সৈয়দ ইমরান হাসান ও মানবেন্ড রায়।

প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু সংগঠনকে আরো গতিশীল করতে আগামী দিনের জন্য নতুন নেতৃত্বদের স্থান করে দেওয়ার জন্য বর্তমান কমিটি ভেঙে দেন এবং প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষনা করেন।

মধ্যাহ্ন বিরতির পর নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য কবির হোসেনের সভাপতি দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিটইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা প্রকৌশলী সুজন খন্দকার।

দ্বিতীয় অধিবেশনের সভাপতি কবির হোসেন আগামী দিনে কারা সংগঠনের নেতৃত্ব দিবেন তার যাচাই-বাছাইয়ের জন্য সদস্যদের কাছ থেকে দুই দিনের সময় চেয়ে নেয়। এ সময় নতুন বছরে নতুন কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উপহার সামগ্রী উপস্থিত সদস্যদের তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী সুজন খন্দকার।
শিপ্র/আবছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!