নরসিংদী প্রতিনিধি
নরসিংদী মডেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নরসিংদীর পাঁচদোনার ৈচতাব এলাকায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে জেলার এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নবাগত ছাত্রদের অত্যন্ত আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়।
নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নবীববরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম (কিরন। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম।
নরসিংদী মডেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ও নরসিংদী মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. আরিফুল হক (শুভ)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথি, অভিভাবকসহ শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন নরসিংদী মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী ও নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের পরিচালক নুরুল আমিন সানি, মোস্তফা আল আমিন, আহম্মদ হোসেন ফকির, জাকারিয়া প্রধান, ওমর ফারুক ভূঁইয়া, আতিকুল ইসলাম, এসএম খাদিজা আক্তার, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কিবরিয়া ভূঁইয়া, তানভীর আহমেদ, মনিরুজ্জামান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থী ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পিগণ। এসময় গানের তালে তালে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।
শিপ্র/শাহোরা/