শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

নরসিংদী চেম্বারের নব নির্বাচিত পরিচালনা কমিটি ঘোষণা; প্রেসিডেন্ট রিন্টু

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনী তফসিল অনুসারে  ২৬ ডিসেম্বর ২০২৪ইং নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া এ ঘোষণা দেন। এছাড়াও নব নির্বাচিত পরিচালনা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুল কাইউম মোল্লা ও ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লার নাম ঘোষণা করা হয়।

রাশেদুল হাসান রিন্টু ম্যানচেস্টার কম্পোজিট টেক্সটাইল মিলসের চেয়ারম্যান, সলিডবেইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানচেস্টার কম্পোজিট ও আরহাম মাল্টি ট্রেডিংয়ের স্বত্তাধিকারী।

তিনি নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্ল মালিক সমিতির সভাপতি। একই সাথে আব্দুল কাইউম মোল্লা এবং হাসিব আহম্মেদ মোল্লা যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে পরিচালনা কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা এম,এম কে গ্রুপের স্বত্তাধিকারী।

চেম্বারের নব নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম এবং  মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।

চেম্বার সূত্র জানায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬৭০০। এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণিতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণিতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড।

নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণির ৯ জন ও সহযোগী শ্রেণির ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

জানতে চাইলে রাশেদুল হাসান রিন্টু বলেন, আমার পুরো প্যানেলের ওপর আস্থা রাখায় আমি ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ। নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আমি ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি নরসিংদীতে নতুন কল-কারখানার জন্য শিল্পনগরী ও বিদেশি বিনিয়োগ আনার জন্য কাজ করে যাব।

তিনি বলেন, দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। গণতান্ত্রিক সরকার আসলে অর্থনৈতিক সংকট থাকবে না, বিনিয়োগ বাড়বে। আমাদের বিশ্বাস দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার আসবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!