নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২০২৫ইং সনের কার্যনির্বাহী সংসদের সভাপতি পদে আব্দুল মান্নান ভূঞা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে এ কে এম নুরুল ইসলাম (নুরুন্নবী) নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অ্যাড. আব্দুল হান্নান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১১টি পদের মধ্যে পাঁচটিতে একাধিক প্রার্থী না থাকায় ওই সকল পদে যারা প্রার্থিতা দাখিল করেন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। বাকি ছয়টি পদে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে আবদুল মান্নান ভূঞা, সহ-সভাপতি শেখ শাখাওয়াৎ হোসেন, সহ-সম্পাদক মোহাম্মদ মাজেদুল হক রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তুষার মিত্র।
অপরদিকে জেলা আইনজীবি সমিতির সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রার্থীরা হলেন, সাধারণ সম্পাদক পদে ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন এ কে এম নূরুল ইসলাম (নুরুন্নবী)। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে মোহাম্মদ শিহাব উদ্দিন পান ১৩০ভোট। লাইব্রেরী সম্পাদক পদে মো. আরিফ মিয়া ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ হাবিবুল্লাহ শিকদার পেয়েছেন ১০৪ ভোট।
এছাড়া ৪টি কার্য নির্বাহী সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে প্রাপ্ত ভোটের ভিত্তি সর্বাধিক ভোটপ্রাপ্তদের নির্বাচিত ঘোষণা করা হয়। তারা হলেন- মোসাম্মদ পারভিন রেহানা প্রাপ্ত ভোট ৩৭১ , সাদিয়া আফরিন প্রাপ্ত ভোট ৩৫৩, রকিব হাসান প্রাপ্ত ভোট ৩২১ ও মোহাম্মদ আহসান উল্লাহ প্রাপ্ত ভোট ২৯১টি।
বৃহস্পতিবার দিনব্যাপী জেলা আইনজীবি সমিতির এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও তেমন জাকজমকপূর্ণ ছিলনা। নরসিংদী জেলা আইনজীবি সমিতির মোট ভোটার সংখ্যা ৪৯৭ জন। নির্বাচিত সদস্যরা আগামী এক বছর সংগঠনের কার্যনির্বাহী সংসদের দায়িত্বে থাকবেন।
শিপ্র/শাহোরা/