‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সোমবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলার বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
পরে প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কবির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ওসমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহাদাৎ হোসেন মামুন, যুগ্ম সম্পাদক ফারুখ প্রধান, সহ সম্পাদক মাহবুব আলম, সহ সম্পাদক আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক মাসুম ভূঁইয়াসহ প্রমূখ ।
এসময় জেলার বিভিন্ন উপজেলা এবং পৌরসভার ইউনিট কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়নের ইউনিট কমিটির নেতৃবৃন্দ নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল যোগে নরসিংদীর চিনিশপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে জমায়েত হতে থাকে। পরে সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াকে স্মরণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিপ্র/শাহোরা/