নরসিংদী প্রতিনিধি
নরসিংদীরাসীর স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়ে গেলো। জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো নরসিংদীতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করার। নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে জেলাবাসীর সেই স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের বাগহাটা টেকপাড়া এলাকায় এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মানবতার কল্যানে স্থাস্থ্য সেবামুলক সকল ধরনের কার্য্যক্রম মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে কোন রকম সরকারী অনুদান ছাড়া সম্পূর্ণ বেসরকারী উদ্বোগ্যে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার দু;সাহসিকতার পরিচয় দেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। তাদের সম্মিলিত উদ্যোগেই নরসিংদীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে পথে যাত্রা শুরু করেছে।
নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনগঞ্জ সড়কের বাগহাটা টেকপাড়া এলাকায় মনোরম পরিবেশে প্রায় ৪ একরের অধিক নিজস্ব জমিতে ২৫০ শয্যা বিশিষ্ট নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এরই লক্ষ্যে নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নতুন ভবনের নির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নির্দিষ্ট স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সভাপতিত্ব করেন নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সামসুজ্জামান।
নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এটিএম গোলাম দস্তগীরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও রাফাহ ওয়েল ফেয়ার টাস্টের চেয়ারম্যান শিল্পপতি সাইদুর রহমান রাসেল, শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মাষ্টার, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালেরৈ কো-চেয়ারম্যান ও নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, পরিচালক প্রকৌশলী নুরুল আমিন ভুঁইয়া বাচ্চু, উপ ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পরিচালক রাসেল বিন হাসানাত, প্রতিষ্ঠাতা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, পরিচালক সাখায়াত হোসেন, পরিচালক নিহার রঞ্জন সাহা, পরিচালক ডা: আফসারী সুলতানা, পরিচালক বাবু মানিক লাল, সদস্য মো. শফিকুল ইসলাম মাষ্টার, ডা. আশরাফুল হক প্রমুখ।
উল্লেখ্য, নরসিংদী বাসীর র্দীঘদিনের লালিত স্বপ্ন নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল আজ তা বাস্তবে রূপ নিচ্ছে।এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে নরসিংদীবাসী এর সুফল ভোগ করবে। রোগিদের ঝুকি নিয়ে আর ঢাকা যেতে হবে না, এ হাসপাতালে সব ধরনে উন্নত সুচিকিৎসা প্রদান করা হবে। মেডিকেল কলেজের মাধ্যমে এলাকার অসহায় হত দরিদ্র মানুষের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এলাকার মানুষ ভাল থাকতে হয়রানী মুক্ত উন্নত চিকিৎসা সেবা প্রদান করাই নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা লক্ষ্য ও উদ্দেশ্য।
শিপ্র/শাহোরা/