নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশিয় ইলেক্ট্রনিক সামগ্রীর প্রস্তুতকারক কোম্পানি ‘ওয়ালটন ডাবল মিলিয়ন অফার’ উৎসব পালন করা হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপন, চিত্রাংকন প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরণ।
‘ওয়ালটন ডাবল মিলিয়ন অফার’ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী ওয়ালটন প্লাজার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী ওয়ালটন প্লাজার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোলাপচত্বর এসে শেষ হয়।
পরে রায়পুরা উপজেলার জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন, চিত্রাংকন প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটনের নরসিংদী অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার নুরে আলম সিদ্দিকী, ক্রেডিট ম্যানেজার তানভীর হোসাইন, বাজির মোড় প্লাজার ম্যানেজার মো: জহিরুল ইসলাম, কান্দাপাড়া প্লাজার ম্যানেজার গোলাপ হোসেন, ওয়ালটনের মনোহরদী জোনের ম্যানেজার আকবর হোসেন ফারুকসহ নরসিংদী জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, ওয়ালটন দেশ ও মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। ডাবল মিলিয়ন অফার উপলক্ষে নরসিংদীতে ওয়ালটনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী, বিনামূল্যে রক্ত পরীক্ষা, নরসিংদী রেলওয়ে স্টেশনে অসহায়দের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ, ডেংগু রোধে ময়লা আবর্জনা পরিষ্কার ও মশক নিধন স্প্রে করা, কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে আসছে।
এছাড়াও ডাবল মিলিয়ন অফারে ওয়ালটন রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যান ক্রয় করে ডিজিটাল রেজিষ্ট্রেশনের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ রয়েছে।
শিপ্র/শাহোরা/আরসা