আবু বকর ছিদ্দিক
নরসিংদীর মনোহরদীতে জোরপূর্বক বোনের জমি দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার দাইরাদী গ্রামে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পৈত্রিক সম্পত্তির নিজের ভাগ বুঝে পেলেও মৃত বোন ফিরোজা খাতুনের ৩৭.৮৩ শতাংশ জমি দখল করে রেখেছে সহদর ভাই ও ভাতিজা।
এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ভাগিনা মো. মোবারক হোসেন। তবে কোনো কিছুকেই তোয়াক্কা না করে গত ৯ নভেম্বর শনিবার দুপুরে মামা মোঃ তাজুল ইসলাম, বাবুল মিয়া,দেলোয়ার হোসেন ও মামাতো ভাই ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা বিল্লাল বাহিনীর প্রধান বিল্লাল হোসেন নিজেদের বাড়িঘর ভাঙচুর করে এর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে মোবারক ও কামালের উপর। মায়ের অংশের জমি চাষাবাদ করতে চাইলে ভাগিনাদের উপর চালায় আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে অমানবিক নির্যাতন।
স্থানীয়রা জানায় তাইজুদ্দিন,বাবুল মিয়া,দেলোয়ার হোসেন ও তাইজুদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বোনের সম্পত্তি দখল করে রেখেছে এ নিয়ে ভাগিনারা কথা বললে তাদের উপর চালায় অমানবিক নির্যাতন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পাই না, এলাকার অধিকাংশ মানুষ বিল্লাল বাহিনীর নির্যাতনের শিকার। স্থানীয় প্রশাসনের কাছে বিল্লাল বাহিনীর বিচার এ ঘটনার যেন সুষ্ঠু সমাধান দাবি করছে এলাকাবাসী।
এ ব্যাপারে বিল্লালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন অভিযোগ পেয়েছি দুই পক্ষকে পারিবারিকভাবে সমাধান হতে বলেছি সমাধান না হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শিপ্র/আবছি/