নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে মানবতার ডাক নামে একটি সামাজিক সংগঠনের বর্ষপূর্তির অনুষ্ঠানের পোস্টারে স্থানীয় বিএনপি’র একটি গ্রুপের নেতাকর্মীদের নাম না দেওয়ায় রাতে প্যান্ডেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ৷ এমনটাই অভিযোগ স্থানীয়দের। গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় বিএনপির একটি পক্ষের নেতাকর্মীদের দেওয়া আগুনে পুড়ে যায় বর্ষপূর্তির অনুষ্ঠানের প্যান্ডেল। তবে এই ঘটনায় থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ছিল স্থানীয় সামাজিক সংগঠন ‘মানবতার ডাক’ এর তৃতীয় বর্ষপূর্তি। সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ওইদিন দগরিয়া খেলার মাঠে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই আয়োজনকে ঘিরে খেলার মাঠে তৈরি করা হয় মঞ্চ ও সুবিশাল প্যান্ডেল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনকে। আর এখানেই বাদ সাধে স্থানীয় বিএনপির একটি পক্ষ। তাদের দাবি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন নয় অনুষ্ঠানের প্রধান অতিথি হবে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। কিন্তু আয়োজক কমিটির দাবি এই আয়োজনে চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তাই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনিই হবেন। আয়োজক কমিটির সিদ্ধান্ত কোনভাবেই স্থানীয় বিএনপি’র এই পক্ষটি মেনে নিতে পারেনি। তাই অনুষ্ঠান বানচালের জন্য তারা ছক আঁকতে থাকে। হয়তো প্যান্ডেলে আগুন দেওয়া তাদের সেই ছকের অংশ এমনটাই মনে করেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করা শর্তে আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘মানবতার ডাক’ সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাই সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা চেয়েছিলাম রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ও স্থানীয় জনপ্রতিনিধি ব্যক্তিদের অতিথি করার। আর সেজন্যই আমরা অনুষ্ঠানের উদ্বোধক করেছিলাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরকে এবং প্রধান অতিথি করা হয়েছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনকে। কিন্তু স্থানীয় বিএনপির নেতা কর্মীরা বেশ কিছু দিন ধরে আমাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনকে বাদ দিয়ে খায়রুল কবির খোকনকে প্রধান অতিথি করার জন্যে। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে যেকোনো সময় যে কোন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। তাই আমরা তাকেই প্রধান অতিথি করেছি। আর এর জন্যই প্রতিহিংসা পরায়ন হয়ে একটি পক্ষ অনুষ্ঠানটি পন্ড করতে রাতের আঁধারে প্যান্ডেলে আগুন দেয়।
সারা জীবন দেখে এসেছি আয়োজক কমিটি তাদের পছন্দে ও ইচ্ছাতে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়। এবার আমাদের এই অনুষ্ঠানের বদৌলতে ব্যতিক্রম এই অভিজ্ঞতা গ্রহণ করার সুযোগ পেলাম।
অনুসন্ধানে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) রাতে তিন যুবক চরনগরদী বাজার থেকে খোলা বোতলে পেট্রোল ক্রয় করে। ওই যুবকদের মধ্যে একজনের বাড়ী চিনিশপুর পশ্চিম পাড়া, একজনে চরনগরদী এবং অপরজন মাঝেরচর এলাকার। বুধবার দিবাগত রাত ঠিক ১টা বেজে ২৫ মিনিটে প্যান্ডেলে আগুন দেয় ওই তিন যুবক। এর ঠিক ৩/৪ মিনিট আগে প্যান্ডেলে পাহারারত দুই যুবকের চোখে ধূলা দিতে দুটি মোটরসাইকেল মাঠের সামনের রাস্তা দিয়ে চলে যায়। মোটরসাইকেল দুটি যেতে দেখে প্যান্ডেলে থাকা ওই দুই যুবক সামনের দিকে এগিয়ে যায়। এই সুযোগে প্যান্ডেলের পিছন দিক অর্থাৎ যে পাশে মঞ্চ করা সেদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে মঞ্চ পুড়ে ছাই হয়ে যায় এবং প্যান্ডেলে আংশিক অংশ পুড়ে যায়।
এদিকে প্যান্ডেলে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে থাকে।যাতে নানা ধরণে মন্তব্য করতে দেখা যায়। আর এ সকল মন্তব্য বিএনপির রাজনীতিতে অনেকটাই প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, যাকে প্রধান অতিথি করা হয়েছে তিনিও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তিনি দীর্ঘদিন চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি দায়িত্ব পালন করেছেন। আর পোস্টারে যার নাম প্রধান অতিথি হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে তিনিও বিএনপি নেতা। এ সময় তিনি বলেন, দল ক্ষমতায় না আসতেই বিএনপি নেতারা এভাবে কামড়া-কামড়ি শুরু করে দিয়েছে। ক্ষমতা আসার পরে তারা কি করবে তা সহজেই অনুমেয়!
এদিকে উক্ত ঘটনার পর গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন স্থানীয়দের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে। এ সময় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান খায়রুল কবির খোকনের মত একজন কেন্দ্রীয় নেতা এতটা প্রতিহিংসা পরায়ণ হবেন এমনটা ভাবিনি।
চিনিশপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন বলেন, আমাদের এলাকায় এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরাও চেয়েছি অনুষ্ঠানটি ভালই ভালই সম্পন্ন হোক। প্রথমদিকে আমাদের উচ্চ পদস্থ নেতারা খোকন ভাইকে প্রধান অতিথি করার দাবি জানালেও আয়োজক কমিটি সেটা মেনে নেয়নি। শুনেছি আয়োজক কমিটির পক্ষ থেকে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। পাহারা দেওয়া অবস্থায় কিভাবে কি হলো সেটা তারাই ভালো বলতে পারবে।
এ ব্যাপারে চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, মানবতার ডাক সংগঠণের বর্ষপূর্তির অনুষ্ঠানে আমাকে প্রধানত করা হোক এ বিষয়টা একটা মহল মেনে নিতে পারেনি। অনুষ্ঠানে যাতে আমাকে প্রধান অতিথি না করা হয় এ বিষয়ে চেষ্টা করেও তারা ব্যর্থ। বৃহস্পতিবার সকালে আমি জানতে পেরেছি অনুষ্ঠানের মঞ্চ ও পট প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আর তাই সংগঠনের সভাপতি অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করে। জানিনা কারা আগুন দিয়েছে। সেটা উপরওয়ালাই ভালো বলতে পারবেন। তবে ধারণা করছি অনুষ্ঠান মঞ্চে আগুন দিয়ে অনুষ্ঠান বানচাল করাই ছিলো তাদের দূরভীসন্ধীর অংশ।
এব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের সাথে যোগাযোগ করতে তার (01819-4473** নাম্বারে) মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) চিনিশপুর বিটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি।
শিপ্র/শাহোরা/