
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর থানার কৃষকদলের সদস্য সচিব রুবেল আহম্মেদের মালিকানাধীন রুবেল ট্রেডার্সে চোরাই মাল ক্রয়ের অভিযোগ পাওযা গেছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার আবুল কালামের ছেলে ফয়েজ ইসলাম বাবু নামে একজন ঠিকাদার এ অভিযোগ করেন।
কৃষকদল নেতা রুবেলের বিরুদ্ধে চোরাই মাল ক্রয়ের অভিযোগ করে অভিযোগকারী বাবু জানান, গত কয়েকদিন আগে ব্রাহ্মন্দী তিতাস রোডে তার ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে চলমান সাইড থেকে কিছু স্যানেটারি মাল চুরি যায়। অভিযোগকারী বাবু গত দুইদিন আগে নরসিংদী বাজারে স্যানেটারি পট্টি এসে রুবেল ট্রেডার্সের রুবেলসহ কয়েকজন দোকানিকে বিষযটি অবহিত করেন। তখন রুবেল তার কাছে অভয় দিয়ে বলে সে কোন চোরাই মাল রাখে না এবং ভবিষ্যতে রাখবেনা। আজ মঙ্গলবার বিকেলে বাদুয়ারচর এলাকার সাদ্দাম মিয়ার ছেলে গাফফারকে তার চুরি যাওয়া মালসহ ধরে। পরে চুরি যাওয়া মাল কোথায় বিক্রি করেছে জানতে চাইলে সে তাকে নরসিংদী বাজারে সদর থানা কৃষকদল নেতা রুবেলের মালিকানাধীন রুবেল ট্রেডার্সে নিয়ে আসে। সেখানে এসে তার ঠিকাদারি সাইড থেকে চুরি যাওয়া বিভিন্ন মালামাল দেখতে পায়। এসময় রুবেলের কাছে বিষযটি জানতে চাইলে প্রথমে সে ক্ষিপ্ত হয়ে উঠে। পরে লোকজন জড়ো হলে সন্ধ্যার পর এ বিষয়ে কথা বলবে বলে জানায়।
উল্রেখ্য, কৃষকদল নেতা রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বে আগুন লাগিযে পুড়িয়ে দেওয়া রূপগঞ্জ এলাকার গাজী গ্রুপের কারখানা থেকে লুট করা প্রায় কোটি টাকার চোরাই মাল নাম মাত্র মূল্যে কয়েক লাখ টাকায় ক্রয়ের অভিযোগ রয়েছে।
এব্যাপারে সদর থানা কৃষকদলের সদস্য সচিব রুবেল আহম্মেদের সাথে কথা বলতে তার (০১৭৭৩০০৪১৫৭ ও ০১৭১৬৫২৬৯২৯) এদুটি মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন করলেও সে তা রিসিভ না করায় কথা বলা সম্ভব হযনি।
শিপ্র/শাহোরা/