নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অমর একুশে বই মেলার আয়োজন উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৯ দিনব্যাপী চলা এই মেলা বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিন শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্টলগুলো। এবারের বই মেলা বিভিন্ন প্রকাশনী, লাইব্রেরী, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ১০০ টি স্টল শোভা পাবে। মেলা প্রাঙ্গণে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া প্রতিদিন বিভিন্ন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন সহ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা।
এসম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
শিপ্র/শাহোরা/