শিরোনাম প্রতিদিন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের বিজয়পাড়ার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চারজন হলেন সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাতুল বেগম এবং তাদের দুই শিশুকন্যা চার বছর বয়সি ফারিয়া ও দুই বছর বয়সি ফাহিমা।
জানা যায়, সোহাগ মিয়ার নবীনগর বাজারের নিউমার্কেটে রঙমেলা বস্ত্রালয় নামে একটি কাপড়ের দোকান রয়েছে। তার বাড়ি উপজেলার বগডহর গ্রামে হলেও তিনি তার পরিবার নিয়ে উপজেলা সদরের বিজয়পাড়ায় বসবাস করতেন।
বিজয়পাড়ার বাসিন্দা সোহাগের প্রতিবেশী উজ্জ্বল ও মনির জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত সোহাগ মিয়ার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে সোহাগকে ডাকাডাকি করতে থাকেন। অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয়রা জানান, কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া বেশ কিছুদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পাওনাদারদের টাকার চাপে হতাশা থেকে সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পুলিশ পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
শিপ্র/শাহোরা/